বাংলাদেশের ৫০ সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। বৃহস্পতিবার ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিভিন্ন রংঙের ব্যানার পেস্টুন নিয়ে র্যালিতে ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি জামালখান মোড় হয়ে চেরাগি পাহাড় মোড় ঘুরে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা এস রহমান হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু ইতিহাস নয় নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। তার স্বপ্নই আজকের সমৃদ্ধ বাংলাদেশ। ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন রেজা, স ম ইব্রাহিম, চৌধুরী ফরিদ প্রমুখ। রাতে বঙ্গবন্ধু হলে বিজয় উৎসবে সভাপতি ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন রেজা, অতিথি ছিলেন, চউক সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, কলিম সরোয়ার প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










