আজকের শিশুদেরই ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে

চান্দগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু জাফর চৌধুরী বলেছেন, আজকের শিশুদেরকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে। লেখাপড়া করতে হলে সাধনা ও চেষ্টা কতে হবে। আমাদের সকলকে ভাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেক শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

তিনি গতকাল বুধবার প্রতিষ্ঠান মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে চুমকী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামরুল হুদা এবং নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন নুরুল আলম চৌধুরী, মো. সেলিম, ডা. সাগর চন্দ্র দে, মো. শাহাবুদ্দিন, মো. ফয়সাল, মো. ইয়াকুব, ডা. ফারুক, সুমন দত্ত ও কাজল দাশ। শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, বীণা মোহন্ত, রিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, লিমা আক্তার, পূর্ণিমা দাশ, তাহনিকা ইউসুফ, রোজি আক্তার ও শুভ্রা দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী