আজও মৃত্যু একশয়ের উপর

করোনাভাইরাস

আজাদী অনলাইন | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:১৩ অপরাহ্ণ

দেশে টানা তিন দিন আট হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর এই সংখ্যা ৬ হাজারের ঘরে নামলেও দৈনিক মৃত্যু সপ্তম দিনের মতো একশয়ের বেশি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২১৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। বিডিনিউজ
গতকাল শুক্রবার ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সংক্রমণ এবং ১৩২ জনের মৃত্যুর খবর এসেছিল।
গত তিন ধরে ৮ হাজারের বেশি রোগী শনাক্তের পর কঠোর লকডাউনের মধ্যে এই প্রথম তা দুই হাজারের মতো কমল।
নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।
সেই হিসেবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৯২ হাজার। অর্থাৎ প্রায় ১ লাখ ব্যক্তি এই মুহূর্তে সংক্রমণ নিয়ে রয়েছেন।
আরও ১৩৪ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৯১২ জনে।
গত কয়েক দিনের মতো খুলনা ও ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যার ঊর্ধ্বগতি রয়েছে। এক দিনে খুলনায় ৩৯ এবং ঢাকায় ৩৮ জনের মৃত্যু ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধতথ্যমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়ায় ছয়শ অটোরিকশা চালককে খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধ“চাইলে আপনাকে জেল দিতে পারি, তা করলাম না, এক হাজার টাকা জরিমানা দেন”