আজও ভালোবাসি ওকে

স্বাতী ব্যানার্জী | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

শ্রাবণ ডাকেনি কখনোবা তৃষ্ণা হয়ে

তৃষিত হয়ছি গন্ধরাজে পড়া ওই বিন্দুজলে

ভালোবাসতে ভালোবাসতে নিঃস্ব হবো এক জীবনে

এমনটা না ভেবেও অভিমানে ভিজেছি শ্রাবণ ধারায়

ওই বৃষ্টিজলে কি এমন আছে?

জুঁইফোটা শ্যামলিমা বাঁধে কেন অনন্ত মায়ায়?

অন্তরঙ্গ আদিম ছলনাহীন প্রেম শ্রাবণ মেঘ মালায়

কলঙ্কের কোটরেই সজীব সন্নিবিষ্ট আড়াল

শ্রাবণই জানে আজও ভালোবাসি ওকে।

পূর্ববর্তী নিবন্ধবিষাদগার অবয়ব
পরবর্তী নিবন্ধসত্যেরা চুমুকে চুমুকে ফুটে ওঠে