আজও পারলেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ১২:৪৫ অপরাহ্ণ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সাবধানী শুরু করে বাংলাদেশ।

কিন্তু তামিমের আউটে বড় হলো না বাংলাদেশের ওপেনিং জুটি। বাজেভাবে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া তামিম এবারও পারলেন না। ফিরলেন মাত্র ১১ রানে।

যদিও ম্যাচের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়তে পারতেন তামিম ইকবাল। কিন্তু, তখন রিভিউ নেয়নি আফগানেরা। সেই যাত্রায় বেঁচে গিয়েও পারলেন না থিতু হতে। ১১তম ওভারে ফারুকির করা বল বেরিয়ে এসে লেগে ঘুরাতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ব‍্যাট-প‍্যাডের বিশাল ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে।

তার আগে ইনিংসের তৃতীয় ওভারে লিটন দাসের বিপক্ষে রিভিউ নেয় আফগানরা। ফারুকির প‍্যাডে থাকা ফুল লেংথ ডেলভারিতে ফ্লিক করার চেষ্টায় ব্যর্থ হন লিটন। এরপর স্ক্রিনে বল-ব‍্যাটে পরিষ্কার ব‍্যবধান দেখা গেলেও স্নিকো মিটারে মৃদু স্পাইক দেখে নট আউটই দেন আম্পায়ার। ফলে রিভিউ হারায় আফগানিস্তান। বেঁচে যান তখন দুই রানে ব্যাট করতে থাকা লিটন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত
পরবর্তী নিবন্ধইউক্রেনের আরেক শহর রাশিয়ার দখলে