আজও জয় চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:১০ পূর্বাহ্ণ

করোনার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে ফুটবল ফিরেছে দেশে। আর ফুটবলের সে ফেরাটা বেশ ভালভাবেই উদযাপন করেছে বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিকরা। এবার সিরিজ জেতার পালা। আর সেটা করতে হলে আজকের ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেই চলবে স্বাগতিকদের। তবে বাংলাদেশ যেন ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। এই ম্যাচটিও জিততে চায়। যদিও নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দলকে মাঠে নামতে হবে প্রধান কোচকে ছাড়াই। কারণ জেমি ডে দ্বিতীয় দফায় করোনায়ও পজেটিভ এসেছে। ফলে স্বাগতিকদের ডাগআউটে জেমি ডে এর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের অভিষেক হবে। গতকাল বিকেলে অনুশীলন শেষে স্টুয়ার্ট বলেছেন, আমরা প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে আছি। জয়ের ধারায়ই থাকতে চাই আমরা। নেপালের বিপক্ষে সিরিজ জিতেই যেতে চাই কাতারে খেলতে। গত শুক্রবার প্রথম ম্যাচে নেপালকে ২-০ হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ৫ বছর পর হিমালয়ের দেশটির বিরুদ্ধে জয় দ্বিতীয় ম্যাচ নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে ফুটবলপ্রেমীদের মাঝেও। এই ম্যাচ দুটিকে কাতারের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। কারন ফুটবলারদের ফিটনেস নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয় সে সংশয় কিছুটা হলেও কেটেছে।
এখন আজকের ম্যাচটি জিতে নিজেদের আত্মবিশ্বাসটাকে আরো বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে। দ্বিতীয় ম্যাচ জিতলে মানসিকভাবে চাঙ্গা হয়েই কাতার যেতে পারবে তারা। যাতে এশিয়ান চ্যাম্পিয়ন ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল-এমজিআই বিলিয়ার্ডে তাজবির চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধএক ফোনালাপ সংসদে শোনালেন প্রধানমন্ত্রী