আজই সিরিজ জিততে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। টানা দুই জয়ে সিরিজ তাই অনেকটা নিশ্চিতের পথে রয়েছে বাংলাদেশ। আজ রোববার তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই দুই ম্যাচ আগেই সিরিজ হবে স্বাগতিকদের। আর সেদিকেই চোখ টাইগারদের। গত দুই ম্যাচের মতো বাংলাদেশ একই ধারা মেনে আজ ম্যাচ জিততে চায়। যেখানে স্পিনারকে ভূমিকা নিতে হবে সবচেয়ে বেশি। তবে মিরপুরের পিচে স্পিনাররা শুধু উইকেটের সুবিধা পাওয়ায় সফল হচ্ছেন, এমন মানতে চান না দলে থেকে অনুশীলন করা তাইজুল ইসলাম। গতকাল শনিবার অনুশীলন শেষে এই বাঁহাতি স্পিনার টি-টোয়েন্টি ম্যাচ সম্পর্কে জানান, মিরপুরের স্পিন-সহায়ক উইকেট হলেই সাফল্য সম্ভব নয়, তাইজুল মনে করেন সাফল্য পেতে লাইন-লেন্থ মেনে বোলিং করাটাও জরুরি, ‘স্পিন-সহায়ক উইকেট হলেই যে আপনি ৫-৭টা করে উইকেট পাবেন, এটা ভুল ধারণা।
কারণ স্পিন উইকেটই হোক কিংবা ফ্লাট উইকেট, ভালো জায়গায় বল করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আমাদের বোলাররা শৃক্সখলার মধ্যে থেকে আত্মবিশ্বাস নিয়ে বল করে যাচ্ছে। এ জন্য সাকিব ভাই, নাসুম, মেহেদী ও পেস বোলাররা ভালো করে যাচ্ছে। এটা দলের জয়ে সহায়ক হচ্ছে। তৃতীয় টি-টোয়েন্টি নিয়ে তাইজুল বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটা অনেক কঠিন ছিল। খেলাটা শেষ ওভার পর্যন্ত গেছে। তার মধ্যে মোস্তাফিজ অনেক ভালো বোলিং করছে। যারা বোলার, তারা সবাই ভালো বল করছে। সামনে আরও একটা ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতবো। আমার মনে হয়, আমরা যদি প্রসেস ঠিক রাখতে পারি, তাহলে ভালো করবো। নিউজিল্যান্ডের বিপক্ষে সফল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাইজুল বলেছেন, আমার মনে হয় আমাদের সফল হওয়ার কারণ আমাদের ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার বলেন, আমরা টিমম্যান হিসেবে খেলছি। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটাই। সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।
এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, দ্বিতীয় ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি তৃতীয় ম্যাচেও আমরা ভালো কিছু দেখাতে পারবো। বাংলাদেশের ক্রিকেটারদের সমীহ করে তিনি বলেন, তারা অবশ্যই ভালো দল। তবে উইকেট ভালো হলে খেলাও ভালো হয়। দ্বিতীয় ম্যাচে আমরা তা দেখিয়েছি। আমরা ভালো কিছু করার লক্ষ্যে তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ বিকাল ৪টায় যথারীতি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যরকম ‘সেঞ্চুরি’র সামনে মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধসিনোফার্মের আরো ২ লাখ ৫৫ হাজার ডোজ আসছে আজ