আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদকে আইনজীবীর চিঠি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সশরীরে দুদক কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান বরাবর চিঠিটি জমা দিয়েছেন বলে জানিয়েছেন। চিঠিতে তিনি ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামানের বিপুল সম্পদ থাকার খবর সংবাদমাধ্যমে এলেও তা নিয়ে দুদক অনুসন্ধান শুরু না করায় এ আবেদন করার কথা তুলে ধরেন। পরে ৫ম পৃষ্ঠার ৩য় কলাম

এ আবেদনকে নোটিস হিসেবে বিবেচনা করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে এই আইনজীবী বলেন, ‘না এটি চিঠি। এতে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আইনি নোটিস পাঠানো হবে।’ খবর বিডিনিউজের।

ওই আইনজীবী চিঠিতে লিখেছেন, ‘গত ১৬ জুন দৈনিক মানবজমিন পত্রিকায় ‘মিয়া সাহেবের যত সম্পদ‘’ এরপর দৈনিক প্রথম আলোতে ‘এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ‘ এবং দৈনিক খবরের কাগজ পত্রিকায় ‘আছাদুজ্জামানের কত সম্পদ?‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। অত্যন্ত দুঃখের বিষয় যে জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টি দুদকের নিষ্ক্রিয়তা, যেখানে প্রধানমন্ত্রী সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।’

এর আগে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন বলেছিলেন, ‘তার (আছাদুজ্জামান) বিষয়ে অনুসন্ধান করা হবে কি না সেটা কমিশনের পরবর্তী বৈঠকের পর জানানো যাবে।’

পূর্ববর্তী নিবন্ধ১৪ দিন পর দেখা মিলল মতিউরের স্ত্রী লাকীর
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা