লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। অভিযানে পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদকে ১০ হাজার টাকা ও আনারস প্রতীকের কর্মী আলী আহমদকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, বিকেল ৫টার দিকে সরকারি অফিস ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে পদুয়া ইউপি চেয়ারম্যানকে এবং রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী সমাবেশের ব্যানারে প্রার্থীর ছবির সাথে অন্য ব্যক্তির ছবি ব্যবহার করায় আনারস প্রতীকের এক কর্মীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।