আচরণ

সুপর্ণা রায় চৌধুরী

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

আমরা হাসতে ভুলিনি

আমরা কাঁদতেও ভুলিনি

শুধু ভুলে গেছি কখন, কোনটা

করতে হবে!

আমরা ভালোবাসতে ভুলিনি

আঘাত করতেও ভুলিনি

শুধু ভুলে গেছি কাকে, কোনটা

দিতে হবে!

আমরা প্রতিজ্ঞা করতে ভুলিনি

আমরা স্বপ্ন দেখাতেও ভুলিনি

কেবল ভুলে গেছি কীভাবে তা

রক্ষা করতে হবে!

আমরা সাহসী হতে ভুলিনি

আমরা এগিয়ে যেতেও ভুলিনি

কেবল ভুলে গেছি কখন,

কোথায় থামতে হবে!

আমরা জিতে যেতে ভুলিনি

আমরা হেরে যেতেও ভুলিনি

শুধু ভুলে গেছি পিছে থাকার চেয়ে,

পিছিয়ে যাওয়া সম্মানের।

পূর্ববর্তী নিবন্ধএই শহরের গল্প জানে
পরবর্তী নিবন্ধভুল করে ভুলে যেতে চাই