আঘাত এলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে : নাছির

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার হত্যার অপচেষ্টা হয়েছে। এই অপচেষ্টা ব্যর্থ হলেও শঙ্কা দূর হয়নি। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন ষড়যন্ত্র চলছে এবং তা আঘাত হানবে। তাই আমি বলতে চাই আঘাত এলে পাল্টা আঘাতের জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্রের আলো ফুটে উঠার আগে তাকে নিভিয়ে দিতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা নানা কারণে ভালো অবস্থানে নেই।
গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদের ১ম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আ জ ম নাছির বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ অনেক কর্মী তৈরি করে গেছেন। তাই জামাল আহমদের মতো প্রয়াত ত্যাগী নেতাদের মনে রাখতে হবে আমাদের অস্তিত রক্ষার প্রয়োজনে। সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সত্যিকার অনুসারী হিসেবে বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ দল ও দেশের সংকটে জীবনকে বাজি রেখে লড়াইয়ের মাঠে অগ্রভাগে ছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, সফর আলী, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আবুল মনছুর চৌধুরী, হাসান মাহমুদ শমসের, মশিউর রহমান চৌধুরী, বেলাল আহমদ, নুর মোহাম্মদ নুরু, আব্দুল আজিজ মোল্লা, আব্দুল মালেক ও রিতাব উদ্দীন আহমেদ বাবু।

পূর্ববর্তী নিবন্ধপ্রজ্ঞাপনের ৭ বছরেও হচ্ছে না ১৯ পণ্যে পাটের বস্তা ব্যবহার
পরবর্তী নিবন্ধবরকল সেতুর কাজ শেষ অপেক্ষা উদ্বোধনের