আঘাতের কারণে সিঁড়িতে পড়ে ইভানা ট্রাম্পের মৃত্যু হয়

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের শরীরে আঘাতের কারণে সিঁড়িতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের মেডিকেল বোর্ড। নিউ ইয়র্ক সিটি অফিস অব দ্য চিফ মেডিকেল এক্সামাইনার শুক্রবার এতথ্য দিয়েছে। বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে ইভানা ট্রাম্পের মৃত্যু হয়।

পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেছিলেন, ইভানা ট্রাম্পকে তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের ভেতরের সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওসিএমই তাদের বিবৃতিতে বলেছে, শরীরে আঘাতের কারণে সিঁড়িতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। খবর বিডিনিউজের।

ডনাল্ড ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ট্রাম্পের মা ইভানা। ট্রাম্প টাওয়ারসহ কয়েকটি বহুল পরিচিত বিল্ডিং তৈরিতে ট্রাম্পকে সহযোগিতা করেছিলেন ইভানা। চেক রিপাবলিকে জন্ম নেওয়া ইভানার সঙ্গে ডনাল্ড ট্রাম্পের বিয়ে হয় ১৯৭৭ সালে। ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়।

পূর্ববর্তী নিবন্ধএমেচার ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো সেমিতে
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী