আগ্রাবাদ হোটেলস্ লিমিটেডের ৬২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হোটেলের সোহো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী। নির্বাহী পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসমিন সবদর আলী এফসিএ, এ বি এম সেলিম, মো. ফরিদ আহমেদ ও মো. সাব্বির আহমেদ । সভায় আরও উপস্থিত ছিলেন শফিক বসাক অ্যান্ড কোম্পানির পক্ষে কোম্পানি নিরীক্ষক সম্পদ কুমার বসাক এফসিএ, ডেপুটি চিফ অ্যাকাউন্টেন্ট মো. জামাল হোসেন ও অ্যাকাউন্টস্ ম্যানেজার মো. ইসতিয়াক মাহমুদ।
শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য দেন, এজাজ আহমেদ চৌধুরী, আবু মোস্তফা নূরে কাউছার, মো. কামরুল হাসান, আবুল খায়ের মো. বাকের ও মো. বদরুদ্দীন আহমেদ। শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা জানান। সভায় ২০২৪–২৫ অর্থবছরের আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। ওই নিরীক্ষিত হিসাব সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। দ্বিতীয় পর্বে পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












