আগ্রাবাদ হাউজিং এসোসিয়েশনের অফিসে গত ৩ জানুয়ারি নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদেরকে শপথ পাঠ করা প্রধান নির্বাচন কমিশনার ফখরুদ্দিন আহামেদ। নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি মো. নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আবদুল মালেক সওদাগর, মোহাম্মদ আহমদ, মো. পেয়ার আহমদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম, অন্যান্যরা হলেন সামসুল মাওলা, মো. হাবীব উল্ল্যা, মো. আলী আকবর,মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট্ব কাজী মো. সিরাজ, মো. আনিছুর রহমান সীপূ, মো. আবুল কালাম আজাদ চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ভুট্টু এবং জোবায়েদা আক্তার খানম। সদস্য পদে নির্বাচিত হন মো. আবদুল মোমীন খোকন, মো. নুর আলম, মো. জহিরুল হক টিপু, বেলাল হোসেন, মো. ফরিদ সরকার, মো.এয়াকুব আলী। প্রেস বিজ্ঞপ্তি।












