আগ্রাবাদ সিডিএ এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ২:২৯ অপরাহ্ণ

নগরের আগ্রাবাদ সিডিএ ৯ নম্বর এলাকার মহেশখালের পাড় থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, অনুমানিক ৪০ বছর বয়সী এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় পেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে জাহাজডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার