আগ্রাবাদ মহিলা কলেজে অভিভাবকদের সাথে গভর্নিং বডির সদস্যদের মতবিনিময়

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

আগ্রাবাদ মহিলা কলেজে শিক্ষার্থীর অভিভাবক, গভর্নিং বডির সদস্য, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের এক মত বিনিময় সভা কলেজের অডিটোরিয়ামে গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি মো. মফিজুল হক ভূ্‌ঁইয়া। উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য জইব্রাহীম পাটোয়ারী, ফারহান এ আলম খান, মোহাম্মদ আকরাম হোসাইন, দাতা সদস্য আব্দুল মান্নান মজুমদার, ফজলুর রহমান মজুমদার, মোহাম্মদ হোছাইন, রোকসানা আকতার, মো. ইয়াছিন, জয়নব আক্তার, ফাতেমা শর্মিন, মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনোয়ারা বেগম। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. জামাল হোসেন, আবুল হাশেম, জাহেদ আলম, মো. মুসা ইকরাম, মো. জসিম উদ্দিন, রিনা আক্তার।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঠিক বিকাশের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মিলিত প্রয়াস প্রয়োজন। শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখা বিষয়ে বক্তারা বিশেষ ভাবে জোর দেন। সভাপতি শিক্ষার্থীদের ফলাফল যেন আরো ভালো হয় সেদিকে শিক্ষকদের বিশেষ ভাবে নজর দেওয়ার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি শিবিরের কোরআন বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে গ্রাহক সেবা পক্ষ কর্মসূচি