চেম্বার নির্বাচন উপলক্ষে আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাথে ইউনাইটেড বিজনেস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব কামাল মিঠুর সঞ্চালনায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।
মতবিনিময় সভায় ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নেতৃবৃন্দ বলেন, আগ্রাবাদ হল অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই গুরুত্বপূর্ণ এলাকায় সারাবছর ধরে নামে–বেনামে মেলা হচ্ছে। এসব মেলা দুয়েকদিন পরপর হচ্ছে। আমরা ক্ষমতায় আসলে এসব মেলা অবশ্যই বন্ধ করা হবে। তবে সপ্তাহে একদিন মেলা হতে পারে। দোকান মালিকদের স্বার্থ বিঘ্নিত হয় এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ফ্লাইওভারের র্যাম্পও আগ্রাবাদ নামাতে হবে। আমরা আগ্রাবাদের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপের মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম। অ্যাসোসিয়েট গ্রুপের মো. আলাউদ্দিন আল আজাদ, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, মো. মশিউল আলম, সাবেক বিজিএমইএ পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির আব্দুস সামাদ, রেজাউল করিম চৌধুরী, মো. নাছির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, মো. ফরিদ উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, শেখ শহিদ সোহরাওয়ার্দী বাহাদুর, মো. ইশতেহাদ হোসেন রাজিব, মাও. এমরানুল হক সাইয়েদ, মো. বাকের উল্লাহ, মো. হারুনর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ ও আক্তার পারভেজ হিরু।
পরে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট ও লাকি প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, সিএন্ডএফ এসোসিয়েশেন সভাপতি সাইফুল আলম, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ হোছাইন, সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মনু, লাকি প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।