আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ফুটবল অনুশীলন শুরু

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের অনুশীলন গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রধান অতিথি হিসেবে দলের অনুশীলন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, নওজোয়ান গ্রিনের সাধারণ সম্পাদক মো. ফরিদ আহমেদ বাবু, ফুটবল কমিটির চেয়ারম্যান মো. রাজ্জাক চৌধুরী মাসুদ, সম্পাদক মনির উদ্দিন, ক্লাব কর্মকর্তা ওয়াসিম কামাল রাজা, এনামুল হক এনাম, আনিসুর রহমান মিরাজ, জহির উদ্দিন কুট্টি, দলের কোচ মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আগামীকাল নওজোয়ান ক্লাব তাদের প্রথম খেলায় রাইজিং স্টার ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে হারানোর হুংকার আইরিশদের
পরবর্তী নিবন্ধইনজুরি নিয়ে ভাবনায় শ্রীলঙ্কা