নগরীর আগ্রাবাদ ব্র্র্র্যাক ব্যাংকের সামনে থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি টেক্সি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরাসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, পটুয়াখালীর মো. ইউসুফ, চট্টগ্রামের সাতকানিয়ার মো. আকাশ, কুমিল্লার মো. মাসুদ ও নোয়াখালীর মো. শহিদুল প্রকাশ শরীফ। গত শুক্রবার নোয়াখালীর সুধারাম থানার মতিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি টেক্সি ও ছিনতাই কাজে ব্যবহৃত ছোরাসহ ছিনতাই চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, গত ২৮ জুলাই রাতের বেলা সিএনজি নিয়ে গ্যারেজে যাচ্ছিলেন সিএনজি ড্রাইভার মো. ফাহিম। পথে অর্থাৎ আগ্রাবাদ ব্র্যাক ব্যাংকের সামনে সিএনজিতে সমস্যা দেখা দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে কী হয়েছে তা দেখছিলেন। এ সময় চার ছিনতাইকারী ছোরা ধরে ভয়ভীতি দেখিয়ে এবং তাকে ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ বিষয়ে টেক্সি মালিকের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি টেক্সি, ছিনতাই কাজে ব্যবহৃত ছোরাসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের চারজনকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। চার ছিনতাইকারী জানিয়েছেন, তারা নগরীর ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলো।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারীকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।