আগ্রাবাদ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ লাকী প্লাজার বিপরীতে সাউথল্যান্ড সেন্টারের গলির মুখে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার আসামির নাম মো: গিয়াস উদ্দিন শান্ত (৩০)। গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টা ৪০ মিনিটে এসআই ফজলে রাব্বী কায়সার টিম নিয়ে এই অভিযান চালান। অভিযানে সাউথল্যান্ড গলির মুখে পাকা রাস্তার উপর থেকে আসামি মো: গিয়াস উদ্দিন শান্তকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদকালে জানায়, সে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা থেকে কম দামে সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করে থাকে। আসামির বিরুদ্ধে ডবলমুরিং থানার মামলা মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া থানার ওসি প্রত্যাহারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধসকলের জন্য নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য : আবু সুফিয়ান