সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রচেষ্টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আগ্রাবাদ জাম্বুরী মাঠের খোলা অংশটির সংস্কার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই মাঠটিই ঐতিহ্যবাহী আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের অনুশীলন মাঠ বলে পরিচিত। যে মাঠে অনুশীলন করে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এই মাঠের সংষ্কার কার্যক্রমে অর্থায়ন করছে। মাঠের এই সংস্কার কার্যক্রম দ্বিতীয় বারের মত পরিদর্শনের জন্য গতকাল মঙ্গলবার সকালে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, আগ্রাবাদ নওজোয়ান গ্রিনের সভাপতি বিশিষ্ট ফুটবলার এবং জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী, আগ্রাবাদ নওজোয়ান গ্রিনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, বিশিষ্ট ফুটবল কোচ ক্রীড়া সংগঠক ইবাদুল হক লুলু, সাবেক ফুটবলার এবং ক্রিকেটার আফতাব উদ্দিন আহম্মেদ,সাবেক অ্যাথলেট রুহুল আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ সাইকেল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু, ক্রীড়া সংগঠক সৈয়দ মফিজুর রহমান, আরশাদ উদ্দিন, সাবেক ক্রিকেটার ফেরদৌস বশির, সাবেক বিশিষ্ট ফুটবলার রামলাল নন্দি লাতু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলার রায়হানউদ্দিন রুবেল, সাবেক ফুটবলার জমির উদ্দিন আহমেদ, মিঠু, মিরাজ, সুমন, জহির উদ্দিন, এইচ এম তৌহিদ, সাংবাদিক মো. রাশেদ এবং জাম্বুরী মাঠ পুনরুদ্ধার কমিটির আহবায়ক সাবেক ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া (টুটুল) উপস্থিত ছিলেন।
তারা সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। পরে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, গোসাইলডাংগা যুব গোষ্ঠী, ডবলমুরিং ক্লাব, নিমতলা লায়ন্স ক্লাব তথা আগ্রাবাদ এলাকার ক্রীড়ামোদীদের পক্ষ থেকে সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, অর্থায়নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিকে এবং সর্বোপরি এই সংস্কার কার্যক্রমের কর্ণধার মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মকর্তারা প্রজেক্ট ইনচার্জ মো. বারির সাথেও মাঠের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।











