আগ্রাবাদ জাম্বুরী পার্কের গেটে মিলল তিন মাসের শিশু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদের জাম্বুরী পার্কের গেইটের সামনে থেকে আনুমানিক তিন মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছেকেউ একজন কন্যা শিশুটিকে সেখানে রেখে পালিয়েছে। গত শুক্রবার সন্ধ্যার সময় জাম্বুরী পার্কের নিরাপত্তারক্ষী প্রথমে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উদ্ধারের সময় শিশুটর গায়ে একটি চাদর, জামা ও কাঁথা ছিল। কে বা কারা শিশুটিকে পার্কের গেইটের সামনে রেখে গেছে সে বিষয়ে গতকাল রাত পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে শিশুটির বাবামার খোঁজে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটিকে উদ্ধারকাজে নেতৃত্ব দেন নগরীর ডবলমুরিং থানার এএসআই আসলাম সরকার। তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে একটি ভিডিও তৈরি করেন। পরে শিশুটির বাবামার সন্ধান চেয়ে ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন।

এতে তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জাম্বুরী পার্কের পূর্ব দিকের প্রথম গেইটে এই শিশুটিকে পাওয়া যায়। শিশুটির সঙ্গে কেউ ছিল না। জাম্বুরী পার্কের সিকিউরিটি আবদুল মালেক ভাই গেইট বন্ধ করে বাইরে গেলে বাচ্চাটিকে শোয়া অবস্থায় দেখতে পান। শিশুটির গায়ে একটি চাদর, সুন্দর জামা ও সুন্দর কাঁথা আছে। আমি জানি না তার বাবামা কে। বাবামার কাছে যেন বাচ্চাটিকে পৌঁছে দিতে পারি সর্বোচ্চ চেষ্টা করব। বাচ্চাটি এখনো ঘুমাচ্ছে। মনে হচ্ছেবাচ্চাটি সুস্থ আছে। তবু আমি শিশুটিকে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাচ্ছি।

ডবলমুরিং থানার ওসি মো. জামাল উদ্দিন খান দৈনিক আজাদীকে বলেন, তিন মাসের শিশুটির চিকিৎসা চলছে। এখনো মাবাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা তাদের খুঁজছি। তিনি আরো বলেন, শিশুটির নিউমোনিয়াসহ কিছু সমস্যা রয়েছে। এ জন্য তাকে এইচডিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তার পরীক্ষানিরাক্ষাও করছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে বিশ্বকাপ খেলায় আবারও ‘না’ বলল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসম্পূর্ণ তালিকা