বেসরকারি কারা পরিদর্শক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজের সার্বিক ব্যাবস্থাপনায় নগরীর কর্মজীবী মানুষের মাঝে গতকাল বুধবার আগ্রাবাদ ছোট পুল এলাকায় রেইনকোট, মাঙ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জুন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। তিনি বলেন, করনোকালে নিম্ন আয়ের কর্মজীবী মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ একটি মহতি উদ্যোগ। এই উদ্যোগে যারা অংশীদার হয়েছেন তারা অবশ্যয় দ্বায়িত্বশীল নাগরিক। এই দ্বায়িত্ব পালন সংকট মুক্তির শুভবার্তা। মহানগর ছাত্রলীগ নেতা রনি মির্জার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মনির উদ্দিন মনি, মো. জাহেদ, সাইফুজ্জামান, সাহাবউদ্দিন সাবু, সানোয়ার টিন্কু, গোলাম রাব্বানি, নাজমুল হাসান পিন্টু, পাবেল ইসলাম, মো. ইলিয়াছ রনি, নাজমুল হাসান, মজিবুর রহমান, বাহার উদ্দিন, মো. বুলবুল, সোহেল মাহমুদ, জনি আলম, রায়হান উদ্দিন, মো. আবু, রাহুল বড়ুয়া, বোরহান উদ্দিন ফরহাদ, রবিউল হোসেন সায়মুন, এহতেসামুল আলম জিসান, নাজমুল হাসান, তানজিদ বাবু, অমিত পাল অংকুর, আব্দুর রহিম জিসান, মীর ইমতিয়াজ, ফারহান চিসতি, সহিদুল হক রিয়াদ, পিয়াল দে, মেহেদি হাসান রিদয়, মেহরাজ অপি, ইয়াছিন আলী ইমন, নয়ন সামস, মাহফুজ, ফারহান আসিফ, দ্বীন মো. কাশফি, মো. মনসুর, ধ্রুব বিশ্বাস, ছোটন দাশ, ইমন, রাকিব, মানিক, তানিম, রিদয়, মো. অপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।