আগ্রাবাদ এক্সেস রোডের মওলানা সিএনজির সামনে স্প্রিড ব্রেকার চাই

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

নগরীর ব্যস্ততম সড়কগুলোর অন্যতম আগ্রাবাদ এক্সেস রোড। প্রায় ১২০ ফুট প্রশস্ত এই সড়ক বর্তমানে চট্টগ্রাম শহরের দৃষ্টিনন্দন একটি সড়ক। বিশেষ করে রাতের দৃশ্য অপরূপ। এই সড়কে প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করে। কিন্তু রাস্তা প্রশস্ত হওয়ায় পথচারীদের পারাপারে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে মোড়গুলোতে বেশি সমস্যা হয়। তেমনি একটি মোড় বড়পুলের সামান্য আগে মওলানা সিএনজির সামনে। এই মোড়ের দুই পাশে রয়েছে দুটো আবাসিক এলাকা। এক পাশে হালিশহর কেএল ব্লক আর অন্যপাশে ছোটপুল আবাসিক। হালিশহর এল ব্লকে রয়েছে দুটো বড় স্কুল। একটি সিলভার বেলস গার্লস হাই স্কুল অন্যটি হাউজিং এন্ড স্যাটেলম্যান্ট হাই স্কুল। এছাড়া আরও কিন্ডার গার্টেন এবং মাদ্রাসা রয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন এই স্কুলগুলোর কোমলমতি ছাত্র ছাত্রীরা এই বড় মোড়টি পার হয়ে স্কুলে যাতায়াত করে। এতে অভিভাবকরা খুব উদ্বিগ্ন থাকেন। কারো মাধ্যমে বাচ্চাদের রাস্তা পার করাতে হয়। একে তো বড় রাস্তা তার উপর স্প্রিড ব্রেকার না থাকাতে গাড়িগুলো খুব বেপোয়ারা চলাচল করে। যদি স্প্রিড ব্রেকার থাকতো তাহলে গাড়িগুলো নিয়ন্ত্রণে চলতো এবং পথচারীদের রাস্তা পারাপারে সুবিধা হতো। তাই মাওলানা সিএনজির সামনে স্প্রিড ব্রেকার বসানোর জন্য সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আশাকরি আপনি সমস্যাটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

আফছার উদ্দিন সোহেল

এল ব্লক, হালিশহর হাউজিং এস্টেট

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশিল্পাচার্য জয়নুল : উপমহাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী
পরবর্তী নিবন্ধমুখ ও মুখোশ