বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এই এলাকার ব্যস্ততম সড়ক এক্সেস রোড। সড়কটি সংস্কার ও সুসজ্জিত করে নগরবাসিকে উপহার দিতে সিটি কর্পোরেশনের সময় লেগেছে পাঁচ বছর। আজ সে সড়কটি পড়ে আছে অযত্নে অবহেলায়। সড়কের মাঝে আইল্যান্ডে রাখা হচ্ছে পাশের দোকানের ময়লা আবর্জনা। ফুটপাত দখল করে রাস্তার উপর বসা চায়ের দোকানের ময়লা ফেলার জায়গা মনে হচ্ছে আইল্যান্ড। এমনকি সিটি কর্পোরেশনের সুইপারগণ রাস্তা ঝাড়ু দিয়ে বালু ফেলেন আইল্যান্ডের উপর। আইল্যান্ডে রোপণকৃত গাছের ডালপালা চেয়ে আছে রাস্তার উপর। বড়পোল হতে শুরু করে ছোটপোল–পুলিশ লাইন–শান্তিবাগ–বেপারী পাড়া–হাজি পাড়া হয়ে বাদামতলি মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে গাড়ি। ফলে গাড়ির আড়ালে বসে মাদক সেবীদের আড্ডা। যেটি অত্র এলাকার পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় এবং এলাকার পরিবেশ বিনষ্ট করে। সড়কের দুই পাশে দোকান মালিকগণ ফুটপাত দখল করে পথচারীদের রাস্তায় হাঁটতে বাধ্য করছে। যাঁর ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমতাবস্থায় সড়কটি যথাযতভাবে পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত করে এলাকাবাসি ও পথচারীদের চলাচলের নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় মেয়র মহোদয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মো. রবিউল আলম, হালিশহর, চট্টগ্রাম।