আগ্রাবাদে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ, রান্নায় দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

রান্নার চুলায় গ্যাস না থাকায় আগ্রাবাদ এলাকায় দুর্ভোগে পড়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্রাহকরা। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত গ্যাস ছিল না বলে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ বলছে, নগরীতে চলমান সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজের কারণে সরবরাহ বন্ধ থাকায় আগ্রাবাদ এলাকায় গ্যাস ছিল না।
আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকার চম্পা নামের এক গৃহিণী বলেন, সকালের নাস্তা তৈরির জন্য রান্নাঘরে গেলে দেখা যায়, চুলা জ্বলছে না। পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস বন্ধ রাখা হয়েছে। পরে বিকল্প চুলা এনে কাগজ ও কাঠের লাকড়ি দিয়ে প্রয়োজনীয় রান্না সারতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী সারওয়ার হোসেন দৈনিক আজাদীকে বলেন, সিডিএর জলাবদ্ধতা নিরসন মেগাপ্রকল্পের কাজের কারণে অনেক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়। এতে গ্রাহকরা সাময়িক সমস্যায় পড়েন। শুক্রবার সকাল থেকে আগ্রাবাদ ও হালিশহর এলাকায় গ্যাস ছিল না। তবে সকাল ১০টায় পুনরায় গ্যাস সরবরাহ চালু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাইডেন পরিবারের যত ‘অজানা’ তথ্য
পরবর্তী নিবন্ধনারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে কর্মশালা