আগ্রাবাদে হাশেম হত্যায় ছয়জন দু’দিনের রিমান্ডে

আজাদী অনলাইন | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:০৯ অপরাহ্ণ

নগরীর আগ্রাবাদে ছুরিকাঘাতে নিহত মো. হাশেম খান হত্যা মামলার ছয়জন আসামির প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রবিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। বাংলানিউজ
আসামিরা হলো মো. মহসিন (৩৪), সাহাব উদ্দিন (২৬), মো. মাসুদ (৪১), মো. আলী আকবর প্রকাশ আলী (৬০), মো. হেমায়েত প্রকাশ অপু (২৫) এবং মাসুদ রানা প্রকাশ মাসুদ পারভেজ (২৮)।
বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
তিনি জানান, ছুরিকাঘাতে নিহত মো. হাশেম খান হত্যা মামলায় ছয় আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। আদালত ছয় আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, গত বুধবার (১৭ মার্চ) আগ্রাবাদ ইস্টার্ন বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা এলাকায় সাইকেল র‌্যালি বের করে। র‌্যালি থেকে এক রিকশাচালককে মারধরের পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় র‌্যালিতে থাকা সাউন্ড সিস্টেমের মেকানিক হাশেম খান ছুরিকাঘাতে নিহত হন। তিনি আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারায় যুবক কারাগারে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা