আগ্রাবাদে সেন্ট কসমো স্কুলে সেবা কার্যক্রম

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত বুধবার নগরীর আগ্রাবাদ সেন্ট কসমো স্কুলে চোখের পরীক্ষা, ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ, চাইল্ড হুড ক্যান্সার, ডেঙ্গু ও চিকুন গুনিয়া সচেতনতা অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি লায়ন মোঃ ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, বিশেষ অতিথি পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন হেলাল উদ্দিন, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন তীর্থঙ্কর বড়ুয়া, লায়ন ইঞ্জিঃ আবুল কাসেম, স্কুলের ভাইস প্রিন্সিপাল ফারজানা নূর প্রিয়া, লিও জেলা সভাপতি শওকত হোসেন, লিও ক্লাব সভাপতি দীপ্ত দে, লিও ইফতেখার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল মোদার্রেসীনের সাথে পীর-মাশায়েখদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইঞ্জিনিয়ারদের সাথে জিপিএইচ ইস্পাতের বিশেষ টেকনিক্যাল সেমিনার