নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে সিজিএস কলোনিতে কাজ করার সময় ৭ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আরাফাত(২০) বলে জানা গেছে।
আজ শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রয়েল অ্যাসোসিয়েটর বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
মৃত মো. আরাফাত গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) নুরুল আলম আশিক বলেন, “আরাফাত নামে এক নির্মাণ শ্রমিক ভবনের সাত তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।