আগ্রাবাদে সড়ক অবরোধ করে মহিলা পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

৬ দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জনের ঘোষণা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল এবং জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি করাসহ ৬ দফা দাবিতে নগরে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল দুপুরে আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে চলমান মিডটার্ম পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০২১২০২২ সেশনের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল রানিং ‘মিডটার্ম পরীক্ষা’ এবং সকল প্রকার ক্লাস বর্জন করা হয়েছে। বিতর্কিত নিয়োগের ননটেক ক্রাফট হটিয়ে আমাদের কারিগরি শিক্ষাকে বাঁচাতে হবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে হালিশহর ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আগ্রাবাদ বাদামতল মোড়ে আসে। এরপর ১০১৫ মিনিটের মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে চলে যায় তারা। তাই খুব বেশি সমস্যা হয়নি।

উল্লেখ্য, ৬ দফা দাবি আদায়ে গত ২০ মার্চ নগরের ষোলশহর এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধ২৯ মার্চ আংশিক সূর্যগ্রহণ
পরবর্তী নিবন্ধকবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা