রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে অবৈধভাবে গড়ে তোলা দুইটি কাঁচা বাজার উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর মধ্যে আগ্রাবাদ এক্সেস রোডের পাশে বেপারিপাড়া মোড়ে নালার উপর স্ল্যাব দিয়ে এবং রাস্তার উপর গড়ে তোলা একটি বাজার রয়েছে। অপর বাজারটি লাকি প্লাজার বিপরীতে টিএন্ডটি কলোনি সংলগ্ন মোড়ে ফুটপাতের উপর গড়ে তোলা হয়েছে। গতকাল পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্টরা জানান, উচ্ছেদ হওয়া দুটি বাজারে আনুমানিক ৬০ থেকে ৭০টি দোকান ছিল। টিএন্ডটি কলোনির বাজারটি ফুটপাতের উপর স্থায়ী অবকাঠামো নির্মাণ করে গড়ে তোলা হয়েছে। অভিযানে সেগুলো উচ্ছেদ করা হয়। একই অভিযানে অবৈধ স্ল্যাবও উচ্ছেদ করা হয়েছে।