নগরীর আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, এটা একটা ছোট আগুনের ঘটনা ছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে আমাদের দুটি গাড়ি প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।