আগ্রাবাদে বিদ্যুতের খুঁটিতে আগুন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নগরের আগ্রাবাদ মোড়ে একটি বিদ্যুতের খুঁটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় আগ্রাবাদ মোড় সংলগ্ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা আজাদীকে বলেন, ১৫ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে মাতৃভাষা দিবসের প্ল্যাকার্ডে বানান ভুল
পরবর্তী নিবন্ধবিফলে গেল হৃদয়ের সেঞ্চুরি আর জাকেরের ক্যারিয়ার সেরা ইনিংস