আগ্রাবাদে পুরনো চেম্বার হাউজে আগুন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:০৭ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে পুরনো চেম্বার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মেরামত ও উন্নয়ন কাজ চলায় ভবনটিতে কোন মালামাল না থাকায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পুরনো ভবন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, পুরনো চেম্বার হাউজে উন্নয়ন রক্ষণাবেক্ষণ কাজে চলমান ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে আগুন লেগেছে। আগ্রাবাদের মতো একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকায় একটি ভবনের উন্নয়ন কাজ করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রাখা প্রয়োজন, ভবনটিতে তেমন নিরাপত্তা রাখা হয়নি। যে কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আগুনে ভবন মেরামতের জন্য তৈরি করা বাঁশের সেন্টারিং ও সেন্টারিংয়ের বাইরে সাটানো চটের পর্দা পুড়ে গেছে। ভবনটিতে কোন মালামাল ছিল না, যে কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে এবং আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর উকিল নোটিস
পরবর্তী নিবন্ধইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড