যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আগ্রাবাদে ৫শ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। কাজী মো. আরিফের সভাপতিত্বে ও সরওয়ার হোসেন ও আরমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, সুফিউর রহমান টিপু, আতিকুর রহমান আতিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, সাজ্জাদ আলী জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, জুয়েল টিপু, মনির, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, তানবীর হাসান, জিৎকর বাবু, আবু নাসের জুয়েল, নুর এলাহী সানি, রেজাউল নবী, আরাফাত, তোফায়েল আহমেদ বাপ্পি, মাকসুদুর রহমান, রাসেল হোসেন বাবু, শোভন, অভি নুর শরীফ রকি, আবদুল্লা আল মামুন, নোমান, তানজিম উদ্দিন, রাজু, আসিফ রাইসুল, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ সামিউল, স্বাধীন,ওমর শরীফ, প্রান্তি ভট্টাচার্য, মামুন হোসেন আবির, শহিদুল আলম শহীদ, নবী, সাকিব, হিমেল সাফায়েত, ইফতি,তারেক, রাহাত মোবারক, জাকির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












