ভূমি জরিপে ঘুষ দাবি এবং আর্থিক সুবিধার বিনিময়ে জাল দলিল ব্যবহার করে একজনের সম্পত্তি অন্যের নামে রেকর্ড করে দেওয়াসহ নানাবিধ অনিয়মের অভিযোগে নগরীর আগ্রাবাদে থাকা দিয়ারা সেটেলমেন্ট অফিস চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপ–সহকারী পরিচালক হামেদ রেজার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকডপত্র সংগ্রহ করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিয়ারা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা–কর্মচারীরা জরিপকালে ঘুষ বা আর্থিক সুবিধা গ্রহণ, অনিয়ম বা ক্ষমতার অপব্যহারের মাধ্যমে একজনের রেকর্ড অন্য জনের নামে করে দেয়ার বিষয়টি সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট টিম। এরপর কমিশন বরার প্রতিবেদন দাখিল করবে।












