আগ্রাবাদে টিনশেড দোকানে আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:১৭ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের ছোট পুল এলাকার রাস্তার পাশের দুটি টিনশেড দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় দুই লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। গতকাল সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাশ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর হাসিনা জাকারিয়াকে রেডিয়েন্ট স্কুলের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শেখ হাসিনা ইতিহাস গড়েছেন