আগ্রাবাদে জেএমজি ফার্নিচার শোরুম উদ্বোধন

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

১০ হাজার স্কয়ার ফিটের আধুনিক ফার্নিচার ডিসপ্লে এরিয়া, ফার্নিচার দিয়ে সাজানো মক-আপ লিভিং, ডাইনিং, বেডরুম ও অফিস জোন, চোখ ধাঁধানো লাইটিং আর সুপ্রশিক্ষিত সেলস টিম নিয়ে নতুনরুপে যাত্রা শুরু করলো নগরীর শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ‘জেএমজি’র আগ্রাবাদ শোরুম। গতকাল শনিবার আগত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই শোরুমের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ রহমান, জেএমজি ফার্নিচারের ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে জেএমজি ফার্নিচারের ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুর রহমান বলেন, শোরুম মানেই একটা বিশেষ অভিজ্ঞতা। একজন কাস্টমার যখন শোরুমে আসেন, উনি শুধু যে ফার্নিচার কিনেই বাড়ি ফিরেন তা কিন্তু নয়। বরং একটা বিশেষ অভিজ্ঞতা সাথে নিয়ে যান; যেটা শোরুম এবং সজ্জা থেকে তার মনে তৈরি হয়। আমরা চেয়েছি বন্দর নগরীতে সেই দৃষ্টান্ততা স্থাপন করতে। তাই বেশকিছু সময় আমরা নিয়েছি এতদিনকার এই শোরুমটিকে পুনরায় ঢেলে সাজাতে। এখানকার মানুষ রুচিশীল, অভিজান এবং কেনাকাটার অভিজ্ঞতাকে মূল্য দেন। আমাদের এই প্রচেষ্টা মূলত তাদের জন্যই। উল্লেখ্য, আগ্রাবাদ ছাড়াও নগরীর নাসিরবাদা, আসকার দিঘীর পাড়, কঙবাজার এবং ঢাকার খিলগাঁওয়ে রয়েছে জেএমজির শোরুম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরায় সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প
পরবর্তী নিবন্ধচিটাগং খুলশী ক্লাবের বার্ষিক সাধারণ সভা