আগ্রাবাদে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৬ অপরাহ্ণ

আগামীকাল শুক্রবার বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে নগরীর আগ্রাবাদে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন।

এ সময় আগ্রাবাদের প্রাতঃভ্রমণ স্থানে লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য খন্দকার বেলায়েত হোসেন, সৈয়দ তানজিম মোজাহের, চট্টগ্রাম চেম্বারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী অন্জন শেখর দাসসহ অনেকে।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের আজকের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম সফল হওয়ায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আগামীকালের হার্ট এটাক- প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাড়ির সামনে ঘোড়া, ছিটকে পড়ে মারা গেল বাবুর্চি