দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সর্বস্তরের ছাত্র–জনতার উদ্যোগে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডস্থ’ খেলার মাঠ (বালির মাঠ হিসেবে পরিচিত) অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত ও পূর্বের পরিবেশে ফিরিয়ে আনার দাবিতে গতকাল মাঠের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন রাশেদ, সুফল, দিলদার ও বাহার। বক্তারা দখলদারদের হাত থেকে বৈধ ও আইনগত উপায়ে শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বালির মাঠ পুনরুদ্ধার করার জোর দাবি জানান। শিশু–কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উন্মুক্ত খেলার মাঠ অপরিহার্য বলে তারা উল্লেখ করেন। এছাড়া বর্তমানে বালির মাঠে স্থাপিত স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। কর্মসূচিতে ২৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ছাত্র–জনতা ও অভিবাবকসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি