চট্টগ্রামের আগ্রাবাদে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখার কার্যক্রম শুরু হয়েছে। গত ২১ মার্চ শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ও ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। উদ্বোধনের পর এদিন একই ভবনে আনুষ্ঠানিকভাবে এটিএম বুথ সেবাও চালু করা হয়। এনিয়ে এখন পর্যন্ত মোট ৮টি শাখা ও ১টি উপ-শাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। উক্ত ব্যাংকটি ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শীঘ্রই টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপ-শাখা চালু করবে। প্রেস বিজ্ঞপ্তি।