আগ্নেয়াস্ত্র-চোরাই মাল উদ্ধারে প্রথম চট্টগ্রাম জেলা

পুলিশ সপ্তাহ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

২০২২ সালে দেশজুড়ে পুলিশ ইউনিটগুলোর মাধ্যমে আগ্নেয়াস্ত্র-চোরাই মাল উদ্ধারে সেরা হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম এবং তৃতীয়তে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গত ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত অর্জনকে বিবেচনায় এনে মনোনীতদের পুরস্কৃত করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সপ্তাহের-২০২৩ তৃতীয় দিন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত ইউনিটের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

পুরস্কার প্রদান শেষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষতা দিন দিন বাড়ছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। সমাজের সকল শ্রেণির মানুষের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকতে হবে। আর থানা হবে জনগণের সেবা প্রাপ্তির ভরসাস্থল।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ক্যাটাগরিতে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম জেলা, দ্বিতীয় পাবনা জেলা এবং তৃতীয় হয়েছে কুমিল্লা জেলা। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কঙবাজার জেলা, দ্বিতীয় নরসিংদী জেলা এবং তৃতীয় হয়েছে যশোর জেলা। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে এপিবিএন, দ্বিতীয় রাজবাড়ী জেলা এবং তৃতীয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। ‘ঘ’ গ্রুপে প্রথম হয়েছে র‌্যাব-১৫, কক্সবাজার, দ্বিতীয় হয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং তৃতীয় হয়েছে র‌্যাব-৫, রাজশাহী। ‘ঙ’ গ্রুপে প্রথম হয়েছে ডিএমপি ডিবি, যৌথভাবে দ্বিতীয় হয়েছে ডিএমপির রমনা বিভাগ ও মিরপুর বিভাগ এবং তৃতীয় হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগ।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা, দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম জেলা এবং তৃতীয় হয়েছে সিএমপি। ‘খ’ গ্রুপে প্রথম ব্রাহ্মণবাড়িয়া, দ্বিতীয় কক্সবাজার এবং তৃতীয় রাজশাহী। ‘গ’ গ্রুপে প্রথম লালমনিরহাট, দ্বিতীয় জয়পুরহাট এবং তৃতীয় গাজীপুর। ‘ঘ’ গ্রুপে প্রথম র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, দ্বিতীয় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং তৃতীয় র‌্যাব-১৫, কঙবাজার। ‘ঙ’ গ্রুপে প্রথম ডিএমপি ডিবি, দ্বিতীয় ডিএমপির ওয়ারী বিভাগ এবং তৃতীয় মিরপুর বিভাগ। ‘চ’ গ্রুপে প্রথম হয়েছে এপিবিএন, দ্বিতীয় রেলওয়ে পুলিশ এবং তৃতীয় হাইওয়ে পুলিশ।

চোরাচালান মালামাল উদ্ধার অভিযান ক্যাটাগরিতে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা প্রথম, সিএমপি দ্বিতীয় এবং কুমিল্লা তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে প্রথম যশোর, দ্বিতীয় নেত্রকোনা এবং তৃতীয় হয়েছে সাতক্ষীরা। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, দ্বিতীয় মেহেরপুর এবং তৃতীয় হয়েছে পঞ্চগড়। ‘ঘ’ গ্রুপে র‌্যাব-৯, সিলেট প্রথম, র‌্যাব-৭, চট্টগ্রাম দ্বিতীয় এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে মিরপুর বিভাগ, ডিএমপি প্রথম, ওয়ারী বিভাগ, ডিএমপি দ্বিতীয় এবং উত্তরা বিভাগ, ডিএমপি তৃতীয় স্থান অর্জন করেছে। ‘চ’ গ্রুপে এবিপিএন প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং হাইওয়ে পুলিশ তৃতীয় হয়েছে।

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে যৌথ মেট্রো দল। দ্বিতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং তৃতীয় স্থান অর্জন করেছে এপিবিএন। বার্ষিক পুলিশ প্যারেড কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করেছে এপিবিএন। দ্বিতীয় হয়েছে যৌথ মেট্রো দল এবং তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধজেঁকে বসেছে শীত
পরবর্তী নিবন্ধআজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী