আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা টিপু গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদসহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে নগরের আগ্রাবাদ এলাকায় নিজ মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। টিপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। তার বিরুদ্ধে নগরের কোতোয়ালী, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা আছে। সে আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেন টিপু। ডবলমুরিং থানার ওসি কাজী বাবুল আজাদ জানান, ছাত্রজনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সমপ্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গেপ্তার করা হয়।

জানা গেছে, টিপু নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারি ছিলেন। পরবর্তী সময়ে তিনি বন্দরপতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি হিসেবে পরিচিত ছিল তার।

পূর্ববর্তী নিবন্ধমাদকসেবী সন্দেহে মারধর, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নাই : খসরু