এই শহরে তুমিবিহীন বিশুদ্ধ কোনো আ্যলকোহল নেই। তোমার কাছে কী দারুণ শান্তি, যার নেশায় ডুবে থেকে নেশাগ্রস্ত হয়েও ভুল করে বেসামাল হওয়া যায় না কেবল তুমি ছাড়া। এক জীবনে তোমাকে পেয়ে গেলে দ্বিতীয় কোনো প্রত্যাশা থাকতো না। দ্বিতীয় কোনো অপশন থাকতো না। কোনো প্রত্যাশা ছাড়াই পৃথিবীতে মানুষ বাঁচতে পারে।
আহামরি প্রত্যাশা ছাড়া পৃথিবীতে অনেক মানুষই বেঁচে আছে। আমিও তাদের দলে। তবে বিশেষ প্রার্থনায় আমি কেবল তোমাকেই চাই, মহান আল্লাহ যেনো তুমিটাকে আমাকে উপহার স্বরূপ দেয়। তোমার নেশায় ডুবে থাকতে চাই– তফাৎটা এখানেই। এই এক তফাৎ রাখতে গিয়ে তোমার থেকে ছিঁটকে গেলাম বহু আলোকবর্ষ দূরে। এই দূরত্ব যেদিন ঘুচে যাবে, সেদিন পৃথিবী দেখবে আমার অন্য রূপ। দেখবে আমি নামক তোমার জন্য কতোই না অপেক্ষা করেছি! যে প্রতিক্ষা শুধু তার জন্যই করা যায়, যে কিনা পুরো জীবনটাই জুড়ে বসে আছে। পৃথিবী দেখবে কি ভীষণ ভাবেই না তোমাকে ভালোবেসে হারিয়ে ফেলেছি একদিন– হারিয়ে ফেলেছি নিজেকেও। আগ্নেয়গিরির দাবানলে আমিও আগ্নেয়গিরির মতো জ্বলেই যাচ্ছি তোমার অপেক্ষায়! যার সমাপ্তি তোমাকে দিয়েই!