আগে বেগম জিয়াকে মুক্তি দিন তারপর নির্বাচনের কথা বলুন : ডা. শাহাদাত

| সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দেশে মানুষের গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ভোটাধিকার নেই। নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারপর নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিন। গতকাল রবিবার বিকালে চাঁদগাও ফরিদা পাড়ায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজী কামাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, আজম উদ্দিন, মো. এসকান্দর, জসীম উদ্দীন, মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, নুহ গাজী সেলিম, হাজী কামাল উদ্দিন, আবু সৈয়দ, এমদাদুল হক বাদশা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জিয়াউর রহমান জিয়া, গোলজার হোসেন, সাইদুল ইসলাম, মোরশেদ কামাল, ইউসুফ আলী, লিটন, ইস্কান্দর হোসেন, শফিউল্লাহ মামুন, মুরাদ, মোহাম্মদ আলমগীর, শহীদুজ্জামান শহীদ, জহিরুল ইসলাম, আসাদুজ্জামান, ইকবাল কবীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংশোধন করতে চায় বিসিক অংশীজনের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধদক্ষিণ রাউজানে ইসলামিক ফ্রন্টের প্রতিনিধি সম্মেলন