আগে বিচার সংস্কার ও নতুন সংবিধান, এরপর নির্বাচন : নাহিদ

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই চব্বিশের গণআন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই ঘোষণা পত্র ও নতুন সংবিধান তৈরির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জুলাই পদযাত্রা’র কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সিরাজগঞ্জে পথসভায় তিনি বলেছেন, দেশে আগে ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এরপর নতুন সংবিধান তৈরি করতে হবে। কেননা বর্তমান সংবিধানে বিভাজন তৈরি করা হয়েছে। নতুন সংবিধানে সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ সালের ইতিহাস থাকতে হবে। তারপরই দেশে নির্বাচন হওয়া উচিত। অন্যথায় আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। খবর বিডিনিউজের।

নাটোর থেকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ শহরে পৌঁছে বাজার স্টেশনে পথসভায় বক্তব্য দেন এনসিপির নেতারা। সেখানে নাহিদ বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছি, বর্তমানে সেই পরিবর্তন আমরা দেখছি না। জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে।

পথসভার কর্মসূচিতে বাধা পাওয়ার কথা তুলে ধরে নাহিদ বলেন, আমাদের এই পথসভায় লোকজন আসতে একটি পক্ষ বাধা দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে। যারা ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনছেন, তারা ভুল করছেন। পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ এখনও নিরপেক্ষ নয়, তারা একটি দলের পক্ষে কাজ করছেন। প্রশাসনের অফিসগুলো ওইসব দলের পার্টির অফিসে রূপান্তরিত হয়েছে।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ ও উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি উপস্থিত ছিলেন। পথসভার পর নেতারা শহরের প্রধান সড়কে সংক্ষিপ্ত পদযাত্রা শেষে পাবনার উদ্দেশে রওনা হন।

পূর্ববর্তী নিবন্ধঠিকাদারি প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তার অপসারণ ও চাকরির দাবিতে স্থানীয়দের মেটাম অবরোধ
পরবর্তী নিবন্ধনির্বাচন যত দেরি হবে,দেশ তত পিছিয়ে যাবে : ফখরুল