আগে উপজেলা-জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচন আয়োজনের অনুরোধ

এনএসসি পরিচালক বরাবরে হাফিজের পত্র

ক্রীড়া প্রতিবেদক  | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

দেশের ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে গত ৩০ অক্টোবর এনএসসি পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষর করা এক পত্রে অনতিবিলম্বে ৪৯টি জাতীয় ক্রীড়া সংস্থার (ফেডারেশন/ এসোসিয়েশন/ সংস্থা) নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করার অনুরোধ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এই পত্রে আরো উল্লেখ করে, ৪৯টি জাতীয় ক্রীড়া সংস্থার আগের কমিটি ভেঙে দিয়ে বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। সর্বশেষ এই নির্দেশনার জন্য এনএসসি পরিচালক (ক্রীড়া)’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দক্ষ ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতী ক্রীড়াবিদ মো. হাফিজুর রহমান। গত ৮ নভেম্বর এনএসসি পরিচালক (ক্রীড়া) বরাবরে তিনি এক চিঠিতে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান। চিঠিতে হাফিজুর রহমান উল্লেখ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ প্রণীত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের আওতাভুক্ত ৩টি সংস্থা যেমন উপজেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা রয়েছে। নির্বাচন সংক্রান্ত জারিকৃত পত্রের সফল বাস্তবায়নের লক্ষ্যে ফেডারেশন/ এসোসিয়েশন/ সংস্থার নির্বাচনের পূর্বে তিনি প্রথমে উপজেলা ক্রীড়া সংস্থা এরপর জেলা ক্রীড়া সংস্থা তারপর বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করা এবং সর্বশেষে ফেডারেশন/এসোসিয়েশন/সংস্থার নির্বাচন আয়োজন করার অনুরোধ জানান। প্রথমে উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন না হলে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ১১.৬ অনুসারে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণ জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ১১ অনুযায়ী সাধারণ পরিষদের সদস্য হতে পারবেন না। তাই জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের আগে তিনি সাধারণ পরিষদ গঠনকল্পে উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করা, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হওয়ার পর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজন করা এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পর বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের কথা বলেন। কারণ উপজেলার কাউন্সিলর জেলার,জেলার কাউন্সিলর বিভাগের নির্বাচনে ভোট প্রদান করবেন। উক্ত নির্বাচনসমূহ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ফেডারেশন/ এসোসিয়েশনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্ব স্ব ফেডারেশন/ এসোসিয়েশনের সাধারণ পরিষদ গঠনকল্পে তাদের চাহিদা মোতাবেক জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা প্রতিনিধি প্রেরণ করতে পারবেন। এভাবে প্রক্রিয়াটি এগিয়ে চললে নির্বাচন সংক্রান্ত জারিকৃত পত্রের সফল বাস্তবায়ন হতে পারে বলে মনে করেন হাফিজুর রহমান। তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক সৃষ্টির প্রাথমিক স্তর উপজেলা ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের লক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধন
পরবর্তী নিবন্ধখুলনার দরকার ১৮৫ রান চট্টগ্রামের ১০ উইকেট