আগের নির্বাচনে অপরাধ অনেক, জড়িতদের বিচারের আলোচনাও হয়েছে : বদিউল

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের মেয়াদের তিন নির্বাচনে অনেক অপরাধ হয়েছে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আগের কমিশনগুলো তদন্ত সাপেক্ষে সেসব নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন করতে পারত। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল বুধবার নতুন নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন বদিউল আলম। সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা নিয়ে নতুন নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন একই অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

বদিউল আলম বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর রয়েছে। সংস্কার কমিশনও তাদের অবস্থান থেকে সুচারুভাবে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে কিছু প্রস্তাব দেবে। যেগুলো কিছু তারা বাস্তবায়ন করবে। কিছু সরকার করবে। আর কিছু সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলাপআলোচনার মাধ্যমে বাস্তবায়ন করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংস্কার কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, তবে মতবিনিময়ে অনেক কিছু উঠে এসেছে। আমার মনে হয়েছে উই আর অন দ্য সেম পেইজ। আমাদের মধ্যে খুব একটা মতপার্থক্য নেই।

বদিউল আলম বলেন, নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নির্বাচনের খাতিরে দিনকে রাত আর রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে। ফলাফল হওয়ার পরে তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন করতে পারত। সেটা তারা করেনি। আদালতের নির্দেশে সেটা আরও সুস্পষ্ট করা আছে। আইনের যেটা অস্পষ্টতা রয়েছে, সেটা তারা পূরণ করতে পারে।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন একই অবস্থানে দাঁড়িয়ে আছে। প্রেক্ষাপট আপনারাও জানেন, আমরাও জানি। আমাদের বড় ঘাটতি যে জায়গাগুলোতে রয়েছে সেটা সকলেই জানি। এই বিষয়গুলোই আলোচনা হয়েছে। এটা আমাদের প্রথম ও একমাত্র মিটিং নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু তথ্য আদান প্রদান করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপরে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সেটা ফেরত আনতে কাজ করবেন তারা। নির্বাচন ভালোভাবে করার বিষয়ে বুধবারের সভায় তারা আলোচনা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো সময় নিয়ে আলোচনা করিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যখনই হোক না কেন, একটি ভালো সুষ্ঠু নির্বাচন করা।

পূর্ববর্তী নিবন্ধসৌরশক্তিতে পিএইচপি ফ্যামিলির বিদ্যুৎ উৎপাদন শুরু
পরবর্তী নিবন্ধমাইলেজ জটিলতা, আবারও চালক-গার্ডদের মধ্যে অসন্তোষ