আগুন সন্ত্রাসীদের রুখতে হবে

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় জসিমুদ্দিন বাবুল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা গতকাল বুধবার সিম্যান্স হোস্টেলস্থ অস্থায়ী কার্যালয়ে মহানগর জাসদের সহ সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল। বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মোহাম্মদ হোছেন, দক্ষিণ জেলার নেতা একেএম সামছুদ্দীন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পতেঙ্গা থানা সভাপতি হাজী সোলেমান, ইপিজেড থানার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মন্নান, সাধারণ সম্পাদক আবু হাছান, হালিশহর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, আবুল কালাম, মহিউদ্দীন মোহন, কামাল উদ্দীন, জহিরউদ্দীন বাবর, মোজাম্মেল হক রাজু। প্রধান অতিথি জসিমুদ্দিন বাবুল বলেন, রাজনীতিতে ৫১ বছর টিকে থাকা জাসদের জন্য কম গৌরবের না। মৌলবাদ, পুঁজিবাদ আর বৈষম্যের বিরুদ্ধে জাসদ তার লড়াই চালিয়ে যাবে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাত আগুন সন্ত্রাস শুরু করেছে। যে কোনো মূল্যে আগুন সন্ত্রাসীদের রুখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশনিবার রাউজানের মোহাম্মদপুরে গাউসিয়া কমিটির কাউন্সিল
পরবর্তী নিবন্ধজন নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্নকারীদের জনগণ ক্ষমা করবে না