আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের হরতালঅবরোধের মধ্যে যারা যানবাহন বা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ। গতকাল পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের সামনে এই পুরস্কারের ঘোষণা দেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, বিভিন্ন সময় সন্ত্রাসীরা গাড়িতে আগুন দিয়ে দুর্ভোগ সৃষ্টি করছে, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যারা আগুন দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে, হত্যা করে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানান উপপুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

২৮ অক্টোবর বিএনপির পণ্ড হওয়া সমাবেশ থেকে পরদিন সারা দেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ৫ দিন অবরোধ চলে। ২৮ অক্টোবরের পর থেকে প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও যানবাহন পোড়ানো হচ্ছে। এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের। সার্বিক পরিস্থিতিতে মানুষের মনে ফিরে আসছে ২০১৫ সালে বিএনপিজামায়াতের টানা অবরোধহরতালের মধ্যে ব্যাপক সহিংসতার স্মৃতি। সেই সময় নজিরবিহীন নাশকতা ও সহিংসতা দেখেছিল বাংলাদেশ। যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের, বেঁচে যাওয়া অসংখ্য মানুষ এখনও সেই পোড়া ক্ষত বহন করছেন।

২০১৫ সালের মতো এবারও কয়েকটি ঘটনায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে পেট্রোল বোমা ছুড়ে। সে কারণে পেট্রোল পাম্প মালিকরা যেন খুচরা পেট্রোল বিক্রি না করেন এবং সতর্কতার সাথে পেট্রোল ও ডিজেল বিক্রি করেন, সেই পরামর্শ দেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে তিনি পাম্পের নিরাপত্তার বাড়ানোর জন্য মালিকদের অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধদুই কর্মীর ঝগড়া, ঘুষিতে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকাল থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির